মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আমি এক নারী
পৃথিবীতে এসেছি মায়ের হাত ধরে
বাঁচতে শিখেছি বাবার হাত ধরে
জীবন কাটিয়ে দিব স্বামীর হাত ধরে
বিদায় নিব ছেলের হাত ধরে।
আমি এক নারী।
আমিও না মাটিও মা প্রকৃতিও মা
আমরা সকলে সৃষ্টি করতে পারি।
পৃথিবীতে আছে নারী ভিন্ন রূপে
যে আছে চারদিক আলো করে
তাই খুঁজে বেড়ায় জগৎ সংসারে।
নারী হলো বিধাতার দেওয়া
জগৎ এর শ্রেষ্ঠ উপহার।
এ জগৎ রক্ষার্থে আগে নারীকে দরকার।
কখনো আমি সুন্দরী
কখনো আমি ধ্বংস কারী।
তাই দুর্বল ভাবিও না
আমিও এক নারী।
মাটি থেকে শুরু করে
আমি আকাশ ও ছুতে পারি।
আমি স্বয়ং সম্পুর্ণ আমি ও এক নারী।