মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পৌরসভার জমিদারপাড়ায় অবস্থিত লিবার্টি কিন্ডারগার্টেন স্কুল খোলার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা ও অভিভাবকদের ডেকে এনে বেতন দেয়ার চাপ প্রয়োগের অভিযোগ পেয়ে ৭ জুন রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেখানে গিয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকদের দেখতে পান ৷
এসময় নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার এবং কিন্ডারগার্টেনটির কার্যক্রম বন্ধ করেন।
ঠাকুরগাঁও সদর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।