আল-আমিন,নেত্রকোনা প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় (ডিএনসি) নেত্রকোনার মাদক বিরুধী অভিযান অব্যাহত আছে। ২জুন(মঙ্গলবার) মোঃ দুলাল মিয়া(৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭৫ গ্রাম গাঁজা সহ আটক করে ডিএনসি নেত্রকোনা। আটককৃত দুলাল মিয়া(৫৪) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘড়া গ্রামের মৃত মোকশেদ আলীর ছেলে। পরে তার বিরুদ্ধে ডিএনসি নেত্রকোনার পরিদর্শক কানিজ ফাতেমা বাদি হয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করেন। যাহা নেত্রকোনা মডেল থানার মামলা নং-৩ তারিখঃ- ০২/০৬/২০২০ইং। একই দিনে নেত্রকোনা পৌর শহরের সুইপার কলনী হতে নাজমা বাসপদ (৩৪) এর কাছ হতে ৫ লিটার চুলাই মদ ও ১০০ লিটার জাওয়া উদ্ধার করে ডিএনসি নেত্রকোনা। এছাড়াও ১ জুন (সোমবার) সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল এর নেতৃত্বে অভিযান চালিয়ে নেত্রকোনা আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার হতে মোঃ রানা মিয়া(২৫) কে ৪০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে নিয়মিত মামলা করেন। আটপাড়া থানার মামলা নং-১ তারিখঃ- ০১/০৬/২০২০। ডিএনসি নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল দৈনিক বাংলার অধিকারকে জানান, বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) করোনা সংক্রমণে সারাদেশ যখন বিপর্যয়ে, পরিস্থিতি মোকাবেলায় উদ্বিগ্ন সেই সুযোগে এক শ্রেণির অর্থলোভী অসাধু ব্যক্তি মাদক কারবারে তৎপর.! টিক সে সময় প্রাণঘাতী করোনা সংক্রমণকে উপেক্ষা করে মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন ডিএনসি নেত্রকোনা। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় (ডিএনসি) নেত্রকোনার এই কর্মকর্তা।