মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে সাফিন (১৪) নামের এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের খলিলুর রহমান প্রধানের ছেলে।
শুক্রবার বিকালে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন সুমন জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে সাফিন বিদ্যালয়ের অন্যান্য ছেলেদেরর সাথে মাঠে খেলতে গেলে, তাদের বল বিদ্যালয়ের শ্রেণিকক্ষের টিনের চাঁদের উপর পড়ে যায়। এসময় টিনের চালে আটকে পড়া বল আনতে গেলে অসাবধান বসত বৈদ্যুতিক তারের সঙ্গে তার শরীর জড়িয়ে পড়লে ছিটকে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেধাবী ছাত্র সাফিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কচুয়া: কচুয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে নিহত স্কুল ছাত্র সাফিন।