ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের বিবাদমান ২টি পক্ষের মাঝে এপ্রিল ২০২০ থেকে জুন পর্যন্ত সৃষ্ট গোলযোগ ২পক্ষের ৭টি চলমান মামলা সহ সার্বিক বিষয়ে বৃহস্পতিবার ৪ঠা জুন বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলার শাখার আয়োজনে কাশিনগর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দীর্ঘ সময় আলোচনা-পর্যালোচনার পর সুন্দরভাবে আপোষ ফয়সালা করা হয়। রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মো: রুকন উদ্দিনের সভাপতিত্বে এবং মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: এনামুল হক বাবুল ও রাজগাতী ইউনিয়নের সাবেক মেম্বার মো: বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সালিশ দরবারে রাজগাতী, মুশুলী, গাংগাইল ও চন্ডীপাশা ইউনিয়নের নেতৃবৃন্দ/ সামাজিক/রাজনৈতিক গুরুত্বপূর্ন ব্যক্তি সহ ৫জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম শাহান, মো: শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রফিক সহ তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম উপস্থিত ছিলেন। ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড একমত হয়ে সালিশ দরবারের রায় ঘোষনা করেন। যা উভয় পক্ষ মেনে নিয়েছেন। দরবারে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা কাজী আতাউল করিম বাবুল, আহসান হাবিব কচি, ডা: শফিকুল ইসলাম খোকন, চেয়ারম্যান ইফতেকার উদ্দিন ভূইঁয়া বিল্পব, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মালেক চৌধুরী স্বপন, মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলার শাখার নির্বাহী সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, নান্দাইল প্রেসকাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, মানবাধিকার সংগঠক লেখক সাইদুর রহমান, মাহমুদুল হাসান পারভেজ সহ নেতৃবৃন্দ। দরবারে বনাটি গ্রামের সর্বস্তরের জনগণ, কাশিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ মানবাধিকার কর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দরবার শেষে উপস্থিত সর্বস্তরের হাজার জনতা করতালির মাধ্যমে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।