সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া ফেনী রুটে দুই পিকাপ ও সিএনজি অটোরিক্সা সহ ত্রিমুখী সংর্ঘষে গুরুতর আহত হয়েছে ৬ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ জুন) বিকাল ৩ টা মজুমদার পেট্রোল পাম্প সংলগ্ন পূর্ব পার্শ্বে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহত ২ ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, বাকী আহত ৪ ব্যাক্তিকে স্থানান্তর করা হয় ফেনী সদর হাসপাতালে। ফেনী সদর হাসপাতাল থেকে আহত ২ ব্যাক্তির অবস্থার অবনতি ঘটলে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনা সুত্রে ও স্থানীয়রা জানান, খাগড়াছড়ি গুইমারা থেকে কাঁচাকলা বোঝাই করা পিকাপ (১১১১-২৫ ফেনী ন) কুমিল্লা দাউদকান্দির উদ্দ্যেশে রওনা হলে ফেনী থেকে আসা বিপরীত গামী অন্য একটি পিকাপ (ঢাকা মেট্রো নং ১৩-০৩৩৯) মুখোমুখী সংঘর্ষ হয় উক্ত স্থানে। সংঘর্ষের প্রাক্কালে ফেনী থেকে আসা যাত্রীবাহী সিএনজি ও বিপরীত গামী যাত্রীবাহী সিএনজি একই স্থানে সংর্ঘষের ঘটনা ঘটে। আহতরা হলেন, হেলপার নাজিম উদ্দিন (৩৫), চালক মোঃ খোকন, চালক মোঃ ওমর ফাহিম (৪০), হেলপার মোঃ আকাশ (২২), আহতদের মধ্য অজ্ঞাত ২ জনের নাম জানা যায়নি। ঘটনাস্থলে ছাগলনাইয়া থানা এস আই নাঈম উদ্দিন’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে পিকাপ দুটো থানায় নিয়ে আসেন। এসআই নাঈম উদ্দিন জানান আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে, আহতরা সুস্থ হওয়ার পর কেউ যদি অভিযোগ পত্র দাখিল করে তাহলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।