বাসুদেব দাশ,সাতক্ষীরা, জেলা প্রতিনিধি:- ২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার ভাইরাসএর সময় সমন্বিত কার্যক্রম গত এপ্রিলের ৭তারিখে শুরু হয়। সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা এর উদ্যোগে বিনা মূল্য শাক সবজি বিতরণ কর্মসূচি আজ ০২/০৬/২০২০ তারিখ মঙ্গলবার ছিলো ৫৩ তম দিন। উক্ত সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক লকডাউন শিথিল করায় সীমিত আকারে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে, পৌর এলাকার ঝুটিতলা ও মুনসিপাড়া, লাবসা ইউনিয়ন বৌ বাজার ও তালতলা এলাকায় সর্বমোট ৭১৯টি পরিবারের মধ্যে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। উক্ত সংগঠনের নেতৃবৃন্দ জানান আজ পুইশাক, ডাঁটা শাক, কলমি শাক, লাল শাক, লাউ শাক ও কুমড়ো ছিলো বিতরণের তালিকায়। উক্ত সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান আগামীকালও সকাল ১০টা থেকে বিতরণ শুরুকরা হবে গার্লস স্কুলের সামনে থেকে এবং চাহিদা মোতাবেক সীমিত কয়েকটি এলাকায়।