বাসুদেব দাশ, সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার, তালা উপজেলার ৫ নং তেতুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪নং কুমিরা ইউনিয়নের আমানুল্লাহ পুর বাজার পযর্ন্ত প্রায়ই ২ থেকে ২•৫কিমি রাস্তা জরাজীর্ণ। এই রাস্তা দিয়ে প্রতেক দিন কয়েক হাজার মানুষের চলাচল। রাস্তা টি ১০থেকে১২ ফুট। বর্তমানে ৩ থেকে ৪ ফুট আছে। বাকিটা রাস্তার ২ পাশে ঘর ও পুকুরের মধ্য।
বর্ষার সময় শিশুদের স্কুলে যাওয়ার পথে অনেক বিঘ্ন সহ দুর্ঘটনাঘটে। যা দেখার কেও নেই। এই এলাকায় প্রায় ৩০০০ হাজার ভোটার যা রাজনৈতিক মহলের ভোট ব্যাংক। যে কোন ভোটের সময় রাস্তা প্রলোভন দেখিয়ে জান প্রতিনিধিরা। ভোটের পরে তাদের কখনো এই রাস্তাতে আর জনপ্রতিনিধিদের দেখা যায় না।
বর্ষার সময় কেউ অসুস্থ হলে একটি পায়ে চালানও ভ্যান ও এম্বুলেন্স নিয়ে ঢুকি ক্লিনিক বা কোন হাসপাতালে নেওয়ার মতো পরিবেশ পাওয়া যায় না।সে কারণে অনেকেই বিনা চিকিৎসায় ও উন্নত চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যু বরণ করতে হয়।
তাই এই এলাকা বাসি বলতে চাই আমরা কি মানুষ না? পরিশেষে এলাকার সচেতন নাগরিক এবং সর্বসাধারণ দাবি স্থানীয় জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। রাস্তাটি যেন অবিলম্বে সংস্কার করে রোগী বহনসহ সর্বসাধারণের চলাচলের উপযোগী করা হয়।