ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

করোনার কাছে প্রত্যেকই একেকটা সংখ্যা; লেখক আবু হায়াত নুরুন্নবী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ২৭, ২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

করোনার কাছে প্রত্যেকেই একেকটা সংখ্যা লেখক ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী ৷

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সাংসদ, ওদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দেশের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম মারা গেছেন। করোনা তো আসলে এমপি, সচিব কিংবা এসআলম গ্রুপ চেনে না! করোনার কাছে প্রত্যেকই একেকটা সংখ্যা। এই যে দেখেন, সাবেক এমপি, শীর্ষ ব্যাবসায়ী, অতিরিক্ত সচিব, দুদকের পরিচালক,ডাক্তার,পুলিশ সহ অনেক সাধারন মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়ে রয়েছে ডাঃ জাফরউল্লাহ সাহেবের মত গুনিজন, দেশের অনেক শীর্ষ ব্যবসায়ী সহ অনেকেই। তাদের সুস্থতা কামনা করি আমরা সবাই।
আমরা কেউ জানি না এই তালিকা আরও কত লম্বা হতে পারে। তবুও কি আমরা সচেতন হতে পারছি? তবুও কি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি? যাদের কথা বলেছি তারা কিন্তু অনেক সচেতেন মানুষ হয়েও আক্রান্ত হয়েছেন। আমাদের অনেকের মাঝে একটা ধারনা বা বোকামি যাই বলিনা কেন আছে যে করোনা তেমন কিছুই না!! সারা বিশ্ব যখন করোনা মোকাবেলায় হিমসিম খাচ্ছে আমরা তখন সাহসিকতা প্রমান করছি!!
আত্মহত্যার প্রবণতা মানে সাহসিকতা নয়। “বীরত্ব” আর “বোকামি” দুটো কিন্তু এক নয়।
বলতেই পারেন যার যা ইচ্ছা করুক, আসল কথা কিন্তু এটা নয়। বোকারা একা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের কারনে অনেকেই ক্ষতিগ্রস্ত হব। ইতিমধ্যে তাদের বোকামির কারনে স্বাস্থ্যকর্মী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অনেকেই আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা চলতে থাকলে আমাদের সকলের জন্য সামনের দিন গুলি ভয়ংকর হতে পারে। ঘরে বসেও কি আমি/আপনি নিরাপদ? কারন বাঁচতে হলে খেতে হবে ওষুধ কিনতে হবে তাই বাজার যেতেই হবে একটু সময়ের জন্য হলেও। কিন্তু আমরা যে ভাবে স্বাস্থবিধি না মেনে চলছি, এ ভাবে চলতে থাকলে, প্রায় প্রতিটি মানুষ হয়ে উঠতে পারে চলন্ত কোভিড ১৯!!!
তাই এটা চলতে পারে না, চলতে দেওয়া যায় না।
আজকের পর আগামীকাল আসবে, আর জীবন আমাদের আবার সুযোগ করে দেবে সব কিছু ঠিক মতো করার।
কিন্তু যদি ভুল করে সময় বলতে বুঝি, আমাদের কাছে আছেই শুধু আজকের দিনটুকু। তাই যেমন খুশি তেমন চলবো, তাহলে ভুলের মাশুল আমাদেরকেই গুনতে হতে পারে।
এমন নয় যে, সকাল হলেই শুনতে পাব করোনা মুক্ত হয়ে গেছে আমাদের প্রিয় পৃথিবী। আমাদের কে আরো কিছুদিন করোনার সাথেই পৃথিবীতে থাকতে হবে। তাই এই নতুন পৃথিবীতে চলতে, আগের জীবন যাত্রা পরিবর্তন করতেই হবে। বোকার মত নয়, করোনা মোকাবেলা করার নিয়ম গুলি সঠিক ভাবে মেনে চলতেই হবে।

Don`t copy text!