মুন্সীগন্জ প্রতিনিধি ঃ -মুন্সীগঞ্জের জৈনসার ইনিয়নে ৫০০শতমানুষের মাঝে জি আর চাল ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে
উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদের ভবানীপুর বাজার সংলগ্ন ২৩ মে শনিবার সকাল ১০ টা হইতে জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম দুদুএর উপস্থিতিতে ৫০০ শত মানুষকে জি আর চাউল ১০০ শত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পরিষদের সচিবওপরিষদের সকল সদস্য গন উপস্থিতছিলেন