মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (COVID -19) প্রাদুর্ভাব ভয়ংকর ছোবলে বিশ্বজুড়ে মানুষ এখন ভীত সন্ত্রস্ত। এর ত্রাসের রূপ ধীরে ধীরে গ্রাস করে দিচ্ছে পুরো পৃথিবীকে। উদ্ভূত এ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা এড়াতে বিশ্বের অধিকাংশ দেশকে লকডাউনের আওতায় আনা হয়েছে তবে বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। গত ২৬ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা।করোনা ভাইরাস (COVID -19) সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, অসহায় ও কর্মহীনদের দিন কাটছে অনাহারে ও অর্ধাহারে ৷
তাই শনিবার ২৩ মে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম এর পক্ষ থেকে তার সহধর্মীনি বিলকিস বেগম ২৯০ টি অসহায় ও কর্মবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, শাড়ী,লুঙ্গী এবং খাদ্যসামগ্রী বিতরন করেন ৷
এর মধ্যে ৫০ জন কে নগদ অর্থ ৫০০ টাকা, ৪০ জন কে শাড়ী, লুঙ্গী এবং ২০০ জন কে খাদ্য সামগ্রী দেয় ৷
বিলকিস বেগম বলেন, ঈদ মানে আনন্দ ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য করোনার প্রাদুর্ভাবে অসহায় কর্মহীনদের মাঝে আমাদের এ সামান্য উপহার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষিকা, সমাজ সেবিকা ও তার স্ত্রী বিলকিস বেগম, তার বড় মেয়ে ও সমাজ সেবিকা সারমিন ইসলাম, ২য় মেয়ে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বালিয়াডাঙ্গী উপজেলা সিনিয়র সহ-সভাপতি সামরিন ইসলাম মেধা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ ৷