করোনা মহামারীর এই সময়ে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার এবং সুরক্ষা সামগ্রির ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। এই সুযোগে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী শুরু করেছে বাজারে নকল পণ্য উৎপাদন এবং বিতরণ। ওই অসাধু ব্যবসায়ী শ্রেণীকে সহযোগিতা করছে প্রায় সব ধরনের খুচরা বিক্রেতা অর্থাৎ ফার্মেসির দোকানদার সহ ডিপার্টমেন্টাল স্টোর ও মুদি দোকানের ব্যবসায়ীরা!
ডিবি পুলিশ কর্মকর্তারা জানান তারা জেনেশুনেই এই ধরনের নকল এবং মানহীন পণ্য গুলো নিজেদের দোকানে রাখছেন। এবং ক্রেতাদের কাছে বিক্রির মাধ্যমে সরাসরি তাদেরকে প্রতারিত করছেন।
তাই ক্রেতারা আগে সাবধান হতে জানান চাঁদপুর জেলা ডিবি পুলিশ কর্মকর্তারা। , খুচরা ব্যবসায়ীরা এবং অসাধু উৎপাদনকারীরা আইনের আওতায় আসবে শীঘ্রই।
আজ চাঁদপুর জেলার ডিবি কর্তৃক এই ধরনের একটি গোডাউন আবিষ্কার করা হয় যেখানে বিশ্ব বিখ্যাত “স্যাভলন” ব্র্যান্ডের নকল পণ্য পাওয়া যায়!
এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।