বাসুদেব দাশ, বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অন্তর্গত নগরঘাটা ইউনিয়নের কাপাডাঙ্গা গ্রামের করোনা আক্রান্ত সঞ্জয় সরকার এর পরপর ৩ বার পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ রিপোর্ট এসেছে। যেকারণে আজ ২৩/০৫/২০২০ খ্রিঃ তার বাড়িসহ তার সংস্পর্শে আশা ব্যক্তির বাড়ি ও প্রতিষ্ঠান থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হয়।
করোনা থেকে মুক্তির তাকে আজ সকাল ১১ টায় ফুল দিয়ে বরণ করেন সাতক্ষীরা-০১(তালা-কলোরোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাজিব। এছাড়া পাটকেলঘাটা থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
উল্লেখ থাকে যে, গত ৩০ এপ্রিল বাবু সঞ্জয় সরকার এর করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং প্রশাসনিকভাবে তার বাড়িসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করা হয়।