ঢাকাশনিবার , ২৩ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সেলিম হোসেন করোনা আক্রান্ত, সর্বমোট এপর্যন্ত ২৪ জন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ২৩, ২০২০ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বাসুদেব দাশ:
সাতক্ষীরা জেলা, প্রতিনিধি:-
সাতক্ষীরার সদর ‍উপজেলার দেবনগরের বাসিন্দা সেলিম হোসেনের শুক্রবার(২২ মে) সন্ধ্যারাতে নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় যে, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার(২৩ মে) সকাল সাড়ে ৮টায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বাসা লকডাউন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মির্জা সালাহউদ্দিন তাঁর বাসায় উপস্থিত হয়ে বাসাটি লকডাউন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ, মোঃ আসাদুজ্জামান এবং অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন করোনা আক্রান্ত সেলিম এর খোঁজ খবর নেন এবং তাকে জানান যে, সাতক্ষীরা জেলা পুলিশ তার সাথে রয়েছে। তিনি সেলিমকে দৃঢ় মনোবলের সাথে এই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন।

সূত্রটি জানায়, করোনা আক্রান্ত সেলিম এর মাধ্যমে সাতক্ষীরা জেলার অন্য কেউ সংক্রমিত হয়েছে কিনা এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। সেলিম ভোলার খেয়াঘাটে অবস্থিত ‘সাগরিকা ফিড মিল’ প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গত ১৮ মে রাতে সাতক্ষীরায় আসেন। তিনি কিছুটা অসুস্থ অনুভব করায় পরের দিন ১৯ মে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টেস্ট করান। মেডিকেল কলেজে যাওয়ার সময় তিনি তার বন্ধু মাসুমের বাইসাইকেলটি ব্যবহার করেন। টেস্ট করে আসার পরে তিনি বাইসাইকেলটি আবার মাসুমের কাছে হস্তান্তর করেন। এজন্য, করোনা প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে দেবনগর গ্রামের খালেকে এর পুত্র সেলিমের বন্ধু মাসুম এর বাসাটিও লকডাউন করা হয়েছে।

এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Don`t copy text!