মুন্সীগঞ্জ প্রতিনিধি :-শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী খান নিজ উদ্যোগে ঈদ উপহার বিতরন বিতরন করেছেন
শনিবার বেলা ১০টার দিকে নিজ বাসভবনে ১০০০লোকের মাঝে এ ঈদ উপহার বিতরন করেন
ঈদ উপহারে ছিলো ১প্যাকেট করে সেমাই,১প্যাকেট চিনি,১কেজি করে পোলার চাল,১প্যাকেট দুধ,ও ১কেজি করে তেল
এ বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব আইয়ুব আলী খান বলেন, “আমার ইউনিয়নে যে কোন পরিস্থিতিতে সাধারন জনগনের পাশে পুর্বেও থেকেছি আগামিতেও থাকবো “
এ সময় উপস্থিত ছিলেন ৫নংইউপি সদস্য তপন হাওলাদার,ইউপি সদস্য লতিফ,লিয়াকত মাঝি ও ইউনিয়ন এর সকল ইউপি সদস্য গন।