মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় বিশিষ্ট সমাজ সেবক, সৌদী প্রবাসী ও বিতারা ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী হাজী মো. শাহজাহান এর উদ্যোগে মহামারী করোনায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী (সেমাই-চিনি) বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে কচুয়া উপজেলার উত্তর শিবপুর বাজারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের নির্দেশক্রমে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরাইলকান্দি,কুন্ডুপুর,শাসনপাড়া ও উত্তর শিবপুর গ্রামে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মো. জামাল হোসেন, মোতালেব হোসেন, মহিউদ্দিন,ি মজান সরকার,বিতারা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন,ছাত্রলীগ নেতা ইয়াছিন প্রধান, ইকরাম মুন্সী,বিল্লাল হোসেন,সোহেল মাহমুদ,মাসুদ প্রধান ও মিজান পাঠানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার উত্তর শিবপুর বাজারে হাজী শাহজাহানের উদ্যোগে সেমাই-চিনি বিতরন করছেন অতিথিবৃন্দ।