মো: মাসুদ রানা, কচুয়া:
দুদিন পর ঈদুল ফিতর। কিন্তু করোনা ভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে নেই কোনো ঈদের আনন্দ। দীর্ঘ লকডাউনে অনেকেরই অর্থ আহরণের সকল পথ বন্ধ।
এমন অবস্থায় কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. আকতার হোসেন সোহের ভূইঁয়ার উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌরসভার কোয়া, কড়ইয়া, পলাশপুরসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। এসময় পৌর আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূইয়ার উদ্যোগে ঈদ উপহার বিতরণের একাংশ।