সিদ্দিকুর রহমান নয়ন, দৈনিক বাংলার অধিকার
১৯ মে ২০২০ ইং মঙ্গলবার চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন সদস্যদের কে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরন ক্যাম্পে আয়োজন করা হয়।
সূচিপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোহাম্মদ আলী সভাপতিত্বে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান মোঃইব্রাহিম খলিল পন্ডিত এর উপস্থাপনায় ও মৌলবী মোহাম্মদে কোরআন তেলওয়াতের মাধ্যমে সামাজিক দুরর্ত্ব ঠিক রেখে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন শাহরাস্তি পুলিশিং কমিটির সম্মানিত সদস্য জনাব সিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি ছিলেন,কেশরাঙ্গা প্রাঃবিদ্যাঃভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃবেলাল হোসান,শোরশাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃনাজির আহম্মেদ,
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর মেডিকেল টিমের অন্যতম সহযোগী জাহিদুল ইসলাম মোঃহোসাইন বাবু(এল এল বি),মামুন মজুমদার, সৌরভ হোসেন সহ বিভিন্ন এলাকার থেকে আগত বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,এই দেশের মানুষের দূর সময়ে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেন ও মানব উন্নয়ন ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরন করে যে ভূমিকা পালন করছে তা কেশরাঙ্গা মানুষের কাছে মাইল ফলক হয়ে থাকবে।
ডাঃতানবীর পাটোয়ারী রাসেল বলেন,দেশের মহামারি ভয়াবহ করোনা রোগের সহ বিভিন্ন রকম রোগের লক্ষ্মণ ও প্রাথমিক রোগ সমূহের চিকিৎসা সেবা দেওয়ার জন্য চাঁদপুর হোমিওপ্যাথি কলেজ ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরন করতে পারায় আমরা আনন্দিত,আমরা আমাদের এই দ্বারা অব্যহত রাখার জন্য সকলের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
বেলাল হোসেন বলেন,আমরা আনন্দিত এই কারনে যে,সমাজে অসহায় মানুষদেরকে মানব উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা চিকিৎসা সেবা দেওয়ার জন্য। যা অত্র এলাকা বিভিন্ন পেশাজীবি মানুষ বড় সেবা পেয়ে আনন্দিত।
হোসেন বাবু বলেন,মানব উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে মাধ্যমে যে চিকিৎসা সেবা প্রধান করছে,তা কেশরাঙ্গা এলাকায় জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছে।
জাহিদুল ইসলাম বলেন, চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যেগে ও মানব উন্নয়ন ফাউন্ডেশ এর সার্বিক সহযোগীতায় আমাদের কেশরাঙ্গার সাধারণ মানুষের জন্য যে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরন করার মত মন-মানসিকতা তৈরি হয়েছে তা যদি দেশের প্রতিটি এলাকায়,ইউনিটে সকল যুব সমাজ এগিয়ে আসে তা হলে এই দেশে আর কোন মহামারি এবং দূরভিক্ষতে বড় ধরণের ক্ষতি আমাদের করতে পারবে না।
চিকিৎসা সেবায় ছিলেন,
চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রভাষক ও ডাক্তার যাবে অাপনার বাড়ীর চিকিৎসক ডাঃতানবীর পাটোয়ারী রাসেল,
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য ডাঃঅাফরোজা শারমিন।
সমাপনি বক্তব্যে সভাপতি বলেন আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি মানব উন্নয়ন ফাউন্ডেশনের মত বিভিন্ন রকম প্রতিষ্টানের প্রতি। সযারা এই দূর সময়ে নিজেদের কে ঝুকিপূর্ণ অবস্থায় রেখে নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। পরিশেষ তিনি প্রাথমিক সমাপনি বক্তব্যের মধ্য অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত ঘোষণা করে চিকিৎসা সেবার শুভ সূচনা করেন।