মাহমুদুল হাচান,দৈনিক বাংলার অধিকার: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে চারদিকে হা হা কার বিরাজ করছে। মানুষ দিশাহীন হয়ে পড়েছে,এদিকে পাকা ধান কাটার জন্য শ্রমিক অভাব দেখা দিয়েছে। শ্রমিক পাওয়া গেলেও মজুরি দাবী করছে বেশী। অর্থের অভাবে টাকা দিয়ে ধান কাটাও কষ্ট সাধ্য হয়ে গেছে কিছু কিছু কৃষকের। শাহরাস্তি উপজেলার ঘোষ পাড়ার এক কৃষকের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন। তখন তিনি গীতা স্কুল পরিচালনা পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার সদস্যদের কাছে ধান কেটে দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন সদস্য সচিব সংগঠনের অন্যান্য সারথীদের সাথে আলোচনা করে আজ ১৯ই মে রোজ মঙ্গলবার কৃষকের পাকা ধান কেটে দেওয়া হয়। এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন গীতা স্কুল পরিচালনা পরিষদ শাহরাস্তি শাখার সদস্য সচিব দেবাশীষ ঘোষ, যুগ্ম আহ্বায়ক প্রতাপ ঘোষ,সজীব দেবনাথ,সুমন ঘোষ,দীপু ঘোষ ও সিনিয়র সারথি মিঠু ঘোষ,অাশীষ ঘোষ প্রমুখ। এদিকে গীতা স্কুল পরিচালনা পরিষদ শাহরাস্তি শাখার সারথিদের এই মহতী উদ্যেগ দেখে সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল শাহরাস্তি শাখার সারথীদের সাধুবাদ জানিয়েছেন এবং সবসময় সেবায় নিয়োজিত থাকার জন্য উৎসাহ প্রদান করেছেন।