সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
বিশ্ব করোনা মহামারি করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন খেটে খাওয়া মানুষদের মাঝে ও পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে প্রায় দুই শতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করার আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৫ টায় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র নির্দেশনা মোতাবেক অনুযায়ী ছাগলনাইয়া পৌর চত্বরে উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়ার নেতৃত্বে ও পৌর জাসদ সহ হতদরিদ্র, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক ও ভাসমান মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরনের এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ্ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ্ রিপন, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুঁইয়া, পৌর জাসদ’র সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মজুমদার মামুন, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী, জনসংযোগ বিষয়ক সম্পাদক আজম সিং পাটোয়ারী, মহামায়া ইউপি জাসদ সভাপতি মোঃ মুন্সী আবদুল হান্নান সহ উপজেলা ও পৌরসভার অন্যন্য জাসদের নেতৃবৃন্দ।