মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি:
কচুয়ায় জীবনের ঝুকি মানুষের সেবা করছেন ডা.গুরুপদ চন্দ্র জুয়েল। বর্তমানে করোনায় সারা দেশের মানুষ যখন আতংকিত হয়ে পড়েছে। সে সময় মানুষে বিপদে নিজের জীবন বাজি রেখে সেবা দেয়ার নাম মানবতা। আর এমনি মাবতার দৃষ্টান্ত স্থাপন কওে যাচ্ছেন, পলী এলাকায় অবস্থিত ডাক্তার বাড়ী খ্যাত মাববিক ডা.গুরুপদ চন্দ্র জুয়েল।
জানাগেছে, কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের বাসিন্দা ডা.হারাধন চন্দ্র সরকার তাঁর বাবার হাত ধরে প্রায় ৫০ বছর ধরে মেঘদাইর গ্রামে গ্রামীন জনপদে এলাকায় গরীর-অসহায় মানুষে সেবা কওে যাচ্ছেন। বিভিন্ন গ্রাম থেকে আসা চিকিৎসা নেয়ার অনেক অসহায় মানুষকে তিনি বিনা পয়সায় বহু চিকিৎসা পত্র লিখে দিয়েছেন। যার ফলে অনেকের কাছে তিনি গরীবের ডাক্তার হিসাবে পরিচিত।