মোঃ ইব্রাহিম খলিল,দৈনিক বাংলার অধিকার: মানব কল্যানে আমরা হবো বড় অংশীদারত্বের অবদান,এই স্লোগান কে সামনে রেখে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা এক ঝাঁক তরুন মেধাবী প্রশিক্ষিত, শিক্ষিত যুব সমাজে অনুপ্রেরণায় মানব উন্নয়ন ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠন প্রতিষ্টা লাভ করে। মানব কল্যানে দেশের ভয়াবহ মহামারি নভেল করোনা ভাইরাসে জনসাধারণ কে জনসচেতনতামূলক বিভিন্ন রকম লিফলেট সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরনের মধ্য দিয়ে সংগঠনের সামাজিক কার্যক্রম করে এসেছে। এছাড়া ও বিভিন্ন রকম প্রাথমিক ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরনের মধ্যে সংগঠন টি চাঁদপুর জেলায় শাহরাস্তি উপজেলার জনসাধারণের কাছে জনপ্রিয় সামাজিক সংগঠন হিসেবে পরিচিত লাভ করে। ১৯ মে মঙ্গলবার দেশের এই ক্রান্তিলগ্নে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রজেক্ট ভিশন-১০০ নামে সাধারণ জনগন ,নিম্ন মধ্যবৃত্ত ,রেমিট্যান্স যোদ্ধা ও বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষের মাঝে সংগঠন প্রথম ধাপে খাদ্য সামগ্রী উপহার হিসাবে শাহরাস্তি উপজেলা মেহার দক্ষিণ ইউনিয়নের মালরা,দারুনকরা,পদুয়া,ভোলদিঘী, ফতেপুর গ্রাম সহ ইউনিয়নের একাধিক গ্রামে ডাল,চিনি,ছোলা,সয়াবিন তৈল,অালু, পেঁয়াজ,মুড়ি সহ যাবতীয় খাদ্য সমূহ সংগঠনের সেচ্ছাসেবী গন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়া দেন। নিজ হাতে খাদ্য সামগ্রী বাড়া বাড়া গিয়ে পৌছে দেন মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান মোঃ ইব্রাহিম খলিল, দুলাল মজুমদার, সম্মাণিত সদস্য মোঃ মোঃ জাহিদুল ইসলাম, ভিশন -১০০ প্রজেক্ট এর কো-অডিনেটর সম্পদ সাহা। সম্পদ সাহা বলেন নভেল করোনা ভাইরাসে সম্প্রতী কর্মহীন মানুষের পাশে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রজেক্ট ভিশন-১০০ ধাপে ধাপে পাশে খেকে সহযোগিতা করবে।