বাসুদেব দাশ, বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা (সাতক্ষীরা জেলার) একটি অন্যতম বানিজ্যিক কেন্দ্র। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা ও বিক্রেতাদের আনাগোনা থাকে লক্ষণীয়।
বিশেষ করে প্রতি বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ক্রেতার আগমণে তিঁলঠাই দাড়ানোর জায়গা থাকে না পাটকেলঘাটা বাজারে। তবে এ বছর পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে বাজারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয় নারায়নগঞ্জ জেলায়। পর্যায়ক্রমে এটি সমগ্র বাংলাদেশব্যাপী ৬৪ টি জেলায় বিস্তার লাভ করেছে। গত ১০/০৪/২০২০ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল অঘোষিত লকডাউন হিসেবে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়। এবং শর্তসাপেক্ষ কিছু ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠান খুলে রাখার নির্দেশননা দেওয়া হয়।
পরবর্তীতে পবিত্র রমজান ও অাসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে সরকার সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবং গত ৫ই মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি মোতাবেক ১০ ই মে থেকে দোকানপাট ও শপিংমল সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমিত আকারে খুলে রাখার নির্দেশনা প্রদান করা হয়। আরও উল্লেখ থাকে যে, স্বাস্থ্যবিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রবেশদ্বারে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আগত যানবাহনগুলোতে জীবানুনাশক স্প্রের ব্যবস্থা করতে হবে।
কিন্তু ৫ তারিখের প্রজ্ঞাপনের আলোকে ১০ তারিখের পূর্বেই ৭ তারিখ থেকেই পাটকেলঘাটা বাজারে সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান খুলে রাখা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন খুব বেশি গুরুত্ব না দিলেই ১০ তারিখ থেকে কড়াকড়ি আরোপ করে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত সময়সূচীর মধ্যে আটকে রাখতে সমর্থ হন।
এমনকি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা পুলিশ এর একটি টিম অতি তৎপরতার সহিত তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কিন্তু দূঃখের বিষয় গতকাল রবিবার সকাল ১১ টার দিকে পাটকেলঘাটা বাজার ঘুরে দেখা যায় ভিন্নধরণের পরিবেশ। করোনা ভাইরাস আতঙ্কে কেহ আছে বলে মনে হচ্ছে না। বাজারে মহিলা ক্রেতার সংখ্যা খুবই বেশি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির কোন নিয়ম। কিছু কিছু দোকানে জীবানুনাশক স্প্রে টেবিলের উপর রাখা থাকলেও তার ব্যবহার হচ্ছে না বললেই চলে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে দেখা যায়নি কাউকে।
তাছাড়া সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির ১৪/০৫/২০২০ তারিখের সিদ্ধান্ত মোতাবেক কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এক কথায় চোর পুলিশ খেলা চলছে। আজ ১৮/০৫/২০২০ খ্রিঃ রোজ সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে বাজার ঘুরে দেখা গেছে অনেক দোকানদার দোকানের এক সাঁটার অল্প খুলে মালামাল বিক্রি করছে আবার কেহ ২-৫ জন করে ক্রেতা দোকানের ভিতর ঢুকিয়ে সাঁটার আটকে লেনদেন করছে।
এদিকে গতকাল সাতক্ষীরা জেলায় নতুন করে ২৪ জন করোনা রোগী সনাক্ত হওয়ায় সাতক্ষীরা জেলার তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এর নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের তালা উপজেলা শাখার স্থানীয় (পাটকেলঘাটা) পর্যায়ের নেতৃবৃন্দ পাটকেলঘাটা বাজারে জনসমাগম কমানোর চেষ্টা করছেন।
এবিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর আলম সুমন এর সাথে কথা হয়। তিনি বলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নির্দেশনায় আজ পাটকেলঘাটা বাজারে প্রবেশের ৭টি পয়েন্টে আমরা কাজ করছি। প্রয়োজন ছাড়া মাস্ক বিহীন কাউকে বাজারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যানবাহনগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য যাত্রী ও চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি দোকানদার ভাইদেরকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধ মোতাবেক ব্যবসায় পরিচালনা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সভাপতি সাহেব পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।