গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
এবার ফেনীর সোনাগাজীতে পুত্রবধূরা রাস্তায় ফেলে দেন অসুস্থ্য বৃদ্ধা শাশুড়িকে। পরে বৃদ্ধাকে ঘরে তুলে দিলেন- মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। শনিবার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের লোমি মিয়াজি বাড়িতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মৃত হোসেন আহম্মদের স্ত্রী ফিরোজা বেগম (৭৫) প্যারালাইজড আক্রান্ত হয়ে গত কয়েকমাস যাবৎ ঘরে মানবেতর জীবন যাপন করছেন। তার দুই ছেলে মোঃ মোস্তফা ও মোঃ ফারুক হোসেন সৌদি আরব প্রবাসী। তারা সৌদি আরবে রয়েছেন। মোস্তফার স্ত্রী পারভীন আক্তার ও ফারুক হোসেনের স্ত্রী লিপি আক্তার পরস্পর যোগসাজসে শনিবার সকালে অসুস্থ্য বৃদ্ধাকে সোনাগাজী-ফেনী সড়কে রেখে যান।
মতিগঞ্জ বাস স্ট্যান্ড নামক স্থানে ইফতারের পূর্ব মুহূর্তে কর্দমাক্ত শরীরে কান্নাকাটি করতে থাকেন তিনি। স্থানীয়ারা ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবুকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন। এসময় পুত্রবধূদের কাছে এই অমানবিকতার কারণ জানতে চাইলে তারা ভুল স্বীকার করে ক্ষমা চান ও বৃদ্ধা শাশুড়িকে বরণ করে ঘরে নিতে রাজি হন। তাৎক্ষণিক চেয়ারম্যান বাবু এক মাসের খাদ্য সামগ্রী ও নতুন শাড়ি কিনে দিয়ে বৃদ্ধাকে ঘরে তুলে দেন।