মুন্সিগঞ্জ প্রতিনিধি ::করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাবিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে
অসহায় হয়ে পড়া মানুষের জন্যএ মহামারী দুর্যোগে “চম্পকদি চলন্তিকা সংসদ “দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গ্রামের যেকোনো দুর্যোগে ও ভালো কাজে এ সংসদ সব সময় পাশে থাকার চেষ্টা করে
তেমনি গ্রামের খেটে খাওয়া দিনমজুর গরীব অসহায় মানুষের মাঝে প্রথম ধাপে 10 কেজি করে চাল আড়াইশো প্যাকেটে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
দ্বিতীয় ধাপে ঈদ উপলক্ষে সেমাই,চিনি, চাল, ডাল তেল, সহ ঈদ সামগ্রী গ্রামের 300 অসহায় পরিবার সহআটকে পড়া বিভিন্ন জেলার শ্রমিকদের দেয়া হয়
এ সময় উপস্থিত ছিলেন জৈনসাৱ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম দুদু, উপস্থিত ছিলেন ডাঃজাহাঙ্গীর হাওলাদার, (ইউপি সদস্য) আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ভান্ডারী, (মহিলা ইউপি সদস্য) নার্গিস আক্তার মায়া , চলন্তিকা সংসদেৱ সভাপতি শেখ আমিন, সাধাৱন সম্পাদক শেখ দীন ইসলাম, সহ-সভাপতি রমজান শেখ, সহ-সভাপতি উজ্জল হাওলাদার, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, মন্টু বেপারী, সাইদ সেখ, মোহাম্মদ আলী, মোবারক শেখ, শেখ ইয়াসিন, সুজন ব্যানার্জি, সমাজ কল্যাণ সম্পাদক হাবিব হাসান, সাইফুল প্রমূখ,।