মাহমুদুল হাছান, বিশেষ প্রতিনিধিঃ সরকারের দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল বলেছেন,মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ সেবায় প্রশাসনের কেউ কিংবা কোন জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে।ওই সমস্ত অনিয়মকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।অভিযোগ পেলেই দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ১৬ই মে শনিবার করোনা ভাইরাস মোকাবিলায় চাঁদপুর জেলায় গৃহীত কার্যক্রম তদারকি উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন,হতদরিদ্র আগের চেয়ে বিভিন্নভাবে কিছুটা বেড়েছে।তবে সবাই যাতে ত্রাণ পায় সে লক্ষ্যেই আমরা আপ্রাণ কাজ করে যাচ্ছি।আসন্ন ঈদ ও শবে-ই-কদর-এ যাতে সবাই স্বাস্থ বিধি মেনে চলে সেই আহ্বান জানাচ্ছি। দূর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন,সামনে একটি ঘূর্ণিঝড় হবার সম্ভাবনার খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছি।সেক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দূর্যোগ পূর্ব মুহূর্তে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।এর সাথে দূর্যোগ মোকাবেলায় করনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া রয়েছে। তিনি জেলার আইন-শৃঙ্খলা প্রসঙ্গে জানান,করোনা পরিস্থিতিতেও এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো।এজন্য আমি এখানকার এসপি ও তার টিম কে ধন্যবাদ জানাচ্ছি।পাশাপাশি লকডাউন বাস্তবায়নে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান,এনএসআই যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক,সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ,জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল,চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন,সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ,হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী প্রমুখ। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।