যীশু সেন, চট্টগ্রাম প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রত্যন্ত অঞ্চলে জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত বাগীশিক সংগঠন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ও সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজহিতৈষী এড. তপন কান্তি দাশের সৌজন্যে করোনা পরিস্থিতিতে দেশের বর্তমান সংকটকালীন সময়ে ভালোবাসার উপহারস্বরূপ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ মে ) নগরীর পুরাতন টিএন্ডটি রোডস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাগীশিক জেলা সংসদ, মহানগর সংসদ, উপজেলা সংসদ, সঙ্গীত শিল্পী, বাগীশিক কর্মকর্তা, গীতা স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর অভিভাবকদের কাছে এই সহায়তা প্রদান করা হয়। বাগীশিক’র কয়েকটি জেলা ও মহানগর সংসদকে ১০ হাজার টাকা, উপজেলাগুলোতে ৫ হাজার টাকা, কেন্দ্রীয় সংসদসহ বাগীশিক সংশ্লিষ্ট ১০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা এবং প্রতি জেলা ও মহানগরের ২ জন করে কর্মকর্তাকে ভালোবাসার উপহারস্বরূপ ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া বাগীশিক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. কথক দাশ কর্তৃক বেশ কয়েকটি জেলা ও মহানগরের জন্য ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি এই মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক তিনকড়ি চক্রবর্তী, চিত্রালী রায়, তপন কান্তি ধর। উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকেই বাগীশিক সংশ্লিষ্ট প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন সংসদসমূহ তাদের নিজস্ব উদ্যেগে স্ব-স্ব এলাকায় উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এই ব্যাপারে বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ বলেন, বাগীশিক দেশব্যাপী গীতা শিক্ষা ও গীতা প্রচারে ব্রতী হলেও দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় আত্মনিয়োগ করতে প্রস্তুত রয়েছে। সংগঠনের হাজারো কর্মী বাহিনী বর্তমানে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেছে। করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত বাগীশিক পরিবারের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সহ-সভাপতি ডা. কথক দাশ, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, অর্থ সম্পাদক রাসু বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন প্রমুখ।