মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক সহ তার ২ সহযোগিকে শুক্রবার(১৫মে) আটক করেছে পুলিশ।
রানীশংকৈল উপজেলার কাতিহার হাটের এক মুদি ব্যবসায়ীর টাকা চুরি করার,অপরাধে তাদের আটক করে পুলিশ। পরে ঐ মুদি দোকানদার বদিউজ্জামান বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করে। সেই মামলায় আটক দেখিয়ে তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, উত্তরবঙ্গের আন্তঃজেলা চোর দলের সদস্য ও ঠাকুরগাঁও জেলার কুখ্যাত মোটরসাইকেল চোরের সম্রাট। রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(৪৫)। একই উপজেলার লেহেম্বা ইউনিয়নের বর্ম্মপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মুনসুর আলী(২১)। ও পীরগঞ্জ উপজেলার বেলদহি ময়মনসিং পাড়ার আবেদ আলীর ছেলে আনোয়ার হোসেন(৪২)।
মামলার বরাত দিয়ে থানার ডিউডি অফিসার এস আই পারভীন মুঠোফোনে জানান, শুক্রবার(১৫মে) সকাল ৭ টায় উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার হাটের মুদি ব্যবসায়ী বদিউজ্জামান দোকান খুলছিলেন। সে সময় তার সাথে থাকা ১ লাখ টাকার একটি ব্যাগ আচমকা সজোড়ে টান দিয়ে নিয়ে। মোটরসাইকেল যোগে পালাচ্ছিলেন তারা । তবে এ সময় বাজারের অন্যান্য লোকেরা চোর দলের পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করে। খবর পেয়ে থানা পুলিশ রাজ্জাক সহ তার ২ সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে চুরি করার অপরাধে আটককৃত ৩ জনের বিরুদ্ধে ঐ মুদি দোকানদার বাদী হয়ে একটি চুরি মামলা করে।
এস আই পারভীন আরো জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। সেই মামলায় তাদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।