ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাগীশ্বরী সঙ্গীতালয়ের উপহার সামগ্রী প্রদানে- অধ্যক্ষ রিষু তালুকদার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ১৪, ২০২০ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

আসুন করোনায় আমরা সবাই আরো বেশি মানবিক হয়ে উঠি

যীশু সেন ঃ
করোনা ভাইরাস বা কোভিট-১৯ সারা পৃথিবীর মানুষকে একত্রিত করেছে শুধুমাত্র মানবিকতা দিয়ে। করোনায় বৈশ্বিক দুর্যোগে বাংলাদেশও আক্রান্ত। আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছি। যে কেউ যে কোন সময়ে এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের বিরুদ্ধে চলছে মানুষের যুদ্ধ। বাঁচার লড়াইয়ে হাতিয়ার হল সচেতনতা ও ঘরে থাকা। সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে দুর্বিপাকে পড়েছেন অসহায়, দিনমজুর, রিক্সাচালক, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা। এই পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষদের সাহায্যের জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং স্ব-স্ব জায়গায় থেকে সংঘবদ্ধভাবে সাহায্যে হাত বাড়িয়ে এই করোনায় আমরা আরো বেশি মানবিক হয়ে উঠি। উপহার সামগ্রী প্রদানকালে বাগীশ্বরী সঙ্গীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরোও বলেন- মানুষ মানুষের জন্য এই চেতনায় ধারণ করে আমি একজন শিল্পী হিসেবে, মানুষ হিসেবে নিজের গ-ির ভেতরে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করছি পাশের মানুষ গুলোকে সচেতন করার, সাহায্য করার, মানসিক শক্তি নিয়ে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করার। গত ১৩ মে বুধবার বাগীশ্বরী সঙ্গীতালয়ের উদ্যোগে ” আমরা এখনও স্বপ্ন দেখি দিন বদলের ” এই চেতনাকে সামনে রেখে দেশের ক্রান্তিলগ্নে শিল্পী, শিক্ষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও অসহায় মানুষদেরকে করোনার এই উপহার সামগ্রী হিসেবে চাউল, ডাল,আলু, তৈল, লবণ, পিঁয়াজ, সাবান ও নগদ টাকাসহ ১০০ পরিবারকে প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন সুমন সেন, যীশু সেন, সমীরণ সেন, পলাশ দে, দোলন দাশ, অধর দত্ত, সনাতন দাশ, টিটন ধর, শান্তুনু দাশ, সানি ধর ও প্রিয়তোষ নাথ।

Don`t copy text!