ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় নারায়ণগঞ্জ ফেরত স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ১৪, ২০২০ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার.রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারা উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত স্বামী-স্ত্রী করোনা পজেটিভ হয়েছেন। তবে তাদের ১২ বছর বয়সী এক শিশু নেগেটিভ হয়েছেন। তারা গত কয়েকদিন আগেই নারায়ণগঞ্জ থেকে নিজ উপজেলা বাগমারায় আসেন। আজ রাজশাহী মেডিকেল কলেজের বায়োলজি বিভাগে অবস্থিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করো না পজেটিভ হয়।এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ এনামুল হক বলেন, গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে তারা স্বামী-স্ত্রী দুজন ও তাদের ১২ বছর বয়সী শিশু নিজ উপজেলা বাগমারায় আসেন। এরপর তাদের নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবার রামেকের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। তবে শিশুটি করোনা নেগেটিভ। ওই বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ থাকে না। তাই বাচ্চাকে সুস্থ রাখার জন্য স্বামী স্ত্রী দুজনকে উপজেলা হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। তাহলে বাচ্চা সুস্থ থাকতে পারে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে জানানো হয়েছে। এছাড়া একই দিন মোহনপুর উপজেলার একজনের পুনঃ পরীক্ষা করা হয় পরীক্ষায় তার ও পজিটিভ আসে। এ দুজন নিয়ে রাজশাহী জেলায় মোট ১৯ জন করোনা পজেটিভ হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আর প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর ১৬এপ্রিল রাজশাহী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

Don`t copy text!