সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে কর্মহীন ইমাম মুয়াজ্জিন ও পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে ছাগলনাইয়াতে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা ডাকবাংলোর আঙ্গিনায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক’র সমন্বয়ে প্রায় শতাধিক ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রী উপহার বিতরনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন’র ফেনী জেলা শাখার ফিল্ড অফিসার আবদুল মোমেন, মডেল কেয়ার টেকার জাফর আহাম্মদ সহ আরো অনেকে।