মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি :
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শ্রমিকের সংকট দেখায় চাঁদপুরের কচুয়ায় অসহায় কৃষকের পাকা বোরো ধান কাটা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্দেশে কচুয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় পাকা ধান কেটে দিচ্ছেন কৃষকের। বৃহস্পতিবার আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে কচুয়া পৌরসভার কোয়া গ্রামে ২০জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পিংকু মিয়া নামে এক অসহায় কৃষকের ১২০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দেন এবং ধান মাড়াই করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ: মান্নান,যুবলীগ নেতা জুলফু মিয়া,ছাত্রলীগ কর্মী মাহবুব বেপারী,ইমাম হোসেন ও সাব্বির হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।