মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক পৌর মেয়র,পরিবহন নেতা আখতার হোসেন বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কর্মহীন গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন।বাঙ্গালীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মেহেদী হাসান সুরোজ মন্ডলের উদ্যগে দ্বিতীয় দফায় ন’দিন ব্যাপি খাদ্য সহায়তা বিতরনের চতুর্থ দিন বুধবার সকালে বাঙ্গালীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল।খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবক মো. রুহুল আমিন মন্ডল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মৃনাল কান্তি দাস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসমত উল্লাহ্, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি লাভলী ইয়াসমিন, সম্পাদক প্রভাতী রাণীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে বাঙ্গালীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের এক শ’ কর্মহীন অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল ও দুই কেজি আলু।বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক মো. মেহেদী হাসান সুরোজ মন্ডল জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চলমান করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন , অসহায় গরীব ও দুস্থদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।প্রভাষক সুরোজ মন্ডল আরো বলেন,ধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তাঁর ইউনিয়নের কর্মহীন মানুষের কষ্ট লাঘবে তিনি তাঁর সাধ্যমতো খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি গ্রহন করেছেন।এ ধারাবাহিকতা বুধবার চতুর্থ দিনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কর্মহীন গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। কর্মসূচির পঞ্চম দিনে আগামীকাল (বৃহস্পতিবার) বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মহীন অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।উপজেলা আ’লীগের সভাপতি,সাবেক পৌর মেয়র,পরিবহন নেতা আখতার হোসেন বাদল মুক্তভাষাকে বলেন, করোনা প্রার্দূভাবে কর্মহীন অসহায়-গরীব মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসনিার নির্দেশে আমরা নিজস্ব অর্থায়নে পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নে সমভাবে খাদ্য সহায়তা বিতরন কার্য্যক্রম অব্যাহত রেখছি। করোনা সংকট না কাটা পর্যন্ত আমরা কর্মহীন গরীব মানুষের পাশেই থাকব। তিনি সমাজের সকল বিত্তবানদের সহায়তার মনোভাব নিয়ে গরীবদের পাশে দাড়ানোর আহবান জানান।উল্লেখ যে,আ’লীগ সভাপতি,সাবেক মেয়র আখতার হোসেন বাদল সৈয়দপুর পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নে কর্মহীন গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন অব্যাহত ভাবে চালিয়ে আসছেন। বিশেষ করে সৈয়দপুর পৌর নাগরিকদের কাছে আখতার হোসেন বাদল এখন একটি “ভরসার নাম” হিসেবে পরিচিতি লাভ করেছেন।