ঢাকাবুধবার , ১৩ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাবির ৬০০ কর্মচারীকে অনুদান দেবেন শিক্ষকরা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ১৩, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ


করোনাভাইরাস পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী ও ক্যাম্পাসের অস্থায়ী দোকান কর্মচারীদের ১২ লাখ টাকা অর্থ সহায়তা (অনুদান) দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক কর্মচারী পাবেন নগদ দুই হাজার টাকা।
এছাড়াও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এবং জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৫ টন করে মোট ১০ টন চাল প্রদান করবেন শিক্ষকরা। গত ৯ মে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১২ মে) রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন,‘আমরা শিক্ষকদের একদিনের বেতন কেটে রেখে প্রায় ১৬ লাখ টাকার ফান্ড গঠন করেছি। সেখান থেকে চুক্তিভিত্তিক কর্মচারী (যারা কাজ না করলে টাকা পান না) এবং ক্যাম্পাসকেন্দ্রিক রুটি-রুজির ব্যবস্থা করে থাকেন এমন দোকান কর্মচারীদের তালিকা করেছি। তালিকায় প্রায় ৬০০ জনকে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হবে।’
তিনি বলেন, ‘জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের তহবিলে ৫ টন করে মোট ১০ টন চাল দেয়া হবে। সেটা প্রশাসন ও সিটি করপোরেশন যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার মানুষদের অগ্রাধিকার দিয়ে প্রদান করেন সেজন্যও অনুরোধ করা হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের আশপাশের অনেক অসহায় মানুষ ক্যাম্পাসকেন্দ্রিক জীবিকা নির্বাহ করে থাকেন।অধ্যাপক ফারুকী আরও বলেন, ‘আমরা চলতি সপ্তাহে সব প্রস্তুতি শেষ করব। আগামী সপ্তাহে তালিকাভুক্ত সবার মাঝে আমাদের সহায়তা পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে নগদ এক কোটি টাকা প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।এটা অনেকর অজানা।

Don`t copy text!