মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারী করোনা’র কারণে বিপর্যস্ত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিন্ডারগার্টেন স্কুল সমূহের শিক্ষক/কর্মচারীগণের করুন দূর্দশা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা ও সরকারি আর্থিক সাহায্যের আবেদন করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা সানরাইজ কিন্ডারগার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মো. রফিজুল ইসলাম লিখিত বক্তব্য পাঠে বলেন, করোনা (ঈড়ারফ-১৯) মহামারীর আঘাতে আজ গোটা বিশ্ব প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৪ টি কিন্ডারগার্টেনে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ হাজার ছাত্র/ছাত্রীকে পাঠদান করছেন। এ সকল প্রতিষ্ঠানে ৩ শ ৯৫ জন শিক্ষক ও ৩৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন। চলমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন-এ স্কুলসমূহ বন্ধ থাকায় শিক্ষক/কর্মচারীগণ চরমভাবে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছে। চলমান রমজান মাস ও ঘোষিত লকডাউন এর ফলাফলে আমাদের পরিবারসহ আমরা শিক্ষক/কর্মচারীগণ খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি।
তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এককালীন বরাদ্দসহ সরকারের আর যা যা সুবিধা আমরা পেতে পারি তার ব্যবস্থা করার জন্য জোড় আবেদন করেন।
এ সময় শিক্ষক ও কর্মচারীদের দুঃখ, দূর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জুলফিকার আলী জিল্লুর ও শিক্ষক প্রতিধিনিগণ।