ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ১২, ২০২০ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

বৈশ্বিক মহামারী করোনা’র কারণে বিপর্যস্ত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিন্ডারগার্টেন স্কুল সমূহের শিক্ষক/কর্মচারীগণের করুন দূর্দশা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা ও সরকারি আর্থিক সাহায্যের আবেদন করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা সানরাইজ কিন্ডারগার্টেন এ- প্রি-ক্যাডেট স্কুল মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মো. রফিজুল ইসলাম লিখিত বক্তব্য পাঠে বলেন, করোনা (ঈড়ারফ-১৯) মহামারীর আঘাতে আজ গোটা বিশ্ব প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৪ টি কিন্ডারগার্টেনে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ হাজার ছাত্র/ছাত্রীকে পাঠদান করছেন। এ সকল প্রতিষ্ঠানে ৩ শ ৯৫ জন শিক্ষক ও ৩৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন। চলমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন-এ স্কুলসমূহ বন্ধ থাকায় শিক্ষক/কর্মচারীগণ চরমভাবে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছে। চলমান রমজান মাস ও ঘোষিত লকডাউন এর ফলাফলে আমাদের পরিবারসহ আমরা শিক্ষক/কর্মচারীগণ খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি।

তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এককালীন বরাদ্দসহ সরকারের আর যা যা সুবিধা আমরা পেতে পারি তার ব্যবস্থা করার জন্য জোড় আবেদন করেন।

এ সময় শিক্ষক ও কর্মচারীদের দুঃখ, দূর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জুলফিকার আলী জিল্লুর ও শিক্ষক প্রতিধিনিগণ।

Don`t copy text!