সেপাল নাথ, ছাগলনাইয়া ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলায় করোনা ভাইরাসের ভয়াবহতা রুখতে ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীনা আখতার এমপির সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এক রুদ্রতার বৈঠকে বসেন উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, থানা প্রসাশন সহ বাজার কমিটির বিশিষ্ট ব্যবসায়ী গন। সোমবার (১১ মে) উপজেলা পরিষদ কক্ষে ভিডিও কনফারেন্স এ উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন মেজবাউল হায়দার চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পৌর মেয়র এম.মোস্তফা, থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, বাজার কমিটির ব্যবসায়ী সহ জেলা উপজেলা জাসদের নেতৃবৃন্দ।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শিরীন আক্তার এমপি বলেন জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করেছেন করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন সবাই স্বাস্থ্যবিধি মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান। এর জন্য এবং ছাগলনাইয়ার সমস্ত ব্যবসায়ীগণ কে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হবে বলে সবাইকে আশ্বশ্ত প্রদান করেন। সবাইকে ঘরে থাকার জন্য বিনীত অনুরোধ করেন তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরে বলেন, আপনারা ঘরে থাকুন নিরাপদ থাকুন। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান ও শপিং মল বন্ধ রাখুন।
উল্লেখ্য যেঃ গত ১০ ই মে শপিং মল খোলার সাথে শহরের মানুষের যে উপচে পড়া মানুষদের ভিড় দেখা গেলে তাৎক্ষনিক ভাবে সাংসদ শিরীন আখতার এমপি’র নিজ উদ্যােগে ভিডিও কনফারেন্স করে শপিংমল গুলি বন্ধের নির্দেশনা জারি করেন। আগে জীবন বাঁচান পরে জীবিকা।