সালে অাহমেদ,ঢাকাঃ
যাত্রাবাড়ী সায়েদাবাদ আকবর হোটেল ও জোনাকী বাস কাউন্টার পাকা রাস্তার সামনে একটি মোটরসাইকেলের গতি রোধ করে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীর কাছ থেকে দুর্বৃত্তরা ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ মে ) সকাল ১১ দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ৯৯/৩ হোসেন প্লাজা শহীদ ফারুক রোড দক্ষিন যাত্রাবাড়ী এলাকার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী সাইফুল ইসলাম সবুজ (৩০)যাত্রাবাড়ী থানা কে আবগতি করে জানান, সাইফুল ইসলাম সবুজ তার বড় ভাই রফিকুল ইসলাম মুকুল কে সঙ্গে নিয়ে ঢাকার মতিঝিল ফরেন একচেঞ্চ উদ্দেশ্য রওয়ানা হয় ।তাদের সঙ্গে ছিল ৫৫ লাখ ৬৯ হাজার টাকা।
তাদের বহন করা মোটরসাইকেল যাত্রাবাড়ী সায়েদাবাদ আকবর হোটেল ও জোনাকী বাস কাউন্টার পাকা রাস্তার সামনে পৌঁছলে দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন সশস্ত্র ছিনতাইকারী রড নিয়ে মোটর সাইকেলের সামনে এসে গতি রোধ করে রড় দিয়ে এলাপাথারি মাথা গায়ের ভিবিন্ন জায়গায় আঘাত করে।পরে ছিনতাই কারীরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রবিবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইকারী কাউকে গ্রেফতার করতে পারেনি।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী জানান, তিনি ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট। গত রবিবার সাব-এজেন্ট থেকে কালেকশনের ৫৫ লাখ টাকা নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের ফরেন শাখায় জমা দিতে মোটরসাইকেল যোগে মতিঝিলের উদ্দেশ্যে রওয়ানা দেন।সায়েদাবাদ অাকবর হোটেলের সামনে অাসলো পথিমধ্যে চারজন সশস্ত্র ছিনতাই তাদের গতিরোধ করে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আশ করছি শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।