সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেনী জেলা শাখার পক্ষে ছাগলনাইয়ায় কর্মহীন মানুষের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেল ৫ টায় ১০ মিনিটে ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে উত্তর সতর বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গঁণে এ উপহার সামগ্রী কর্মহীনদের মাঝে বিতরণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন শাখার আহবায়ক রেজাউল করিম পাটোয়ারী রুবেল, যুগ্ম আহবায়ক ডা. শাহাদাত হোসাইন ভূঁইয়া, সদস্য সচিব মাস্টার জাকির হোসেন মজুমদার প্রমুখ।