মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ ০৯ মে শনিবার বিকাল ৩ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরে গেছেন করোনায় আক্রান্ত দুই ব্যক্তি।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাসেম বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ২ জনই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় ফলাফল ২ বার নেগেটিভ আসে। পরে হাসপাতাল মেডিকেল টিমের সিদ্ধান্ত মোতাবেক তাদের ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফিরে গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজরদারিতে থাকবে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন।
ডাঃ আবুল কাসেম জানান, উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ০৪ জন। ২ জনকে আজ ছাড়পত্র দিয়ে সরকারি এম্বুলেন্সে বাড়ী পৌছে দেওয়া হয় ও বাকীদের মধ্যে ১ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, ১ জন হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, করোনা আতঙ্ক নয় সচেতনতা ও সঠিক চিকিৎসা নিলে সম্পূর্ণ ভাল হয়।
করোনায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ঠুমনিয়া গ্রামের মৃত তজিবর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৭) ও চাড়োল গ্রামের হায়দার আলী ছেলে মোঃ আল আমিন (২৪)।