মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত:দৈনিক বাংলার অধিকার চাঁদপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে ও সামাজিক সংগঠন “মানব উন্নয়ন ফাউন্ডেশন ” এর সার্বিক সহযোগীতায় “ডাক্তার যাবে আপনার বাড়ী” শ্লোগান সামনে নিয়ে আগামী ৯ মে রবিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভ্রাম্যমান মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রভাষক, মোঃ এমএইচ মোহন সহ বিশেষজ্ঞ ডাক্তারগন করোনা ভাইরাস মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় শহীদ সিদ্দিক স্মৃতি সঃ প্রঃ বিদ্যালয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ জন্য ব্যাতিক্রমী উদ্যেগ গ্রহণ করেছে। মানব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান ইব্রাহিম খলিল বলেন এই সংগঠন সব সময় মানবতার সেবায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
হাটপাড়ে এটি আমাদের তৃতীয় মেডিকেল ক্যাম্পেইন হবে। বর্তমান সময়ে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় পর্যায়ক্রমে শাহরাস্তি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হবে। চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ বলেন সম্প্রতি সময়ে সাধারণ মানুষের কথা বিবেচনা করে মেডিকেল টিম প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সেবা প্রদান অব্যাহত রেখেছে। এমন প্রত্যাশা থাকবে সবসময়। সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক সফলতা কামনা করছি শুভেচ্ছান্তে মোহাম্মদ বদরুদ্দোজা পাটওয়ারী ফারুক (এলএল.বি) সভাপতি হাটপাড় শহীদ সিদ্দিক স্মৃতি সঃ প্রঃ বিদ্যালয় শাহরাস্তি চাঁদপুর।