ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত ও বিভিন্ন সংর্ঘষে বিশ্ব বিদ্যালয়ের ২ ছাত্রসহ আহত অন্তত ২৫- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ৭, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি-জমা সংক্রান্ত ও বিভিন্ন সংর্ঘষের জেরে অন্তত ২৫ জন ব্যক্তি আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানাগেছে, যথাক্রমে-আজ ৭ মে বৃহস্পতিবার বানাগাঁও গ্রামে যৌন হয়রানির অভিযোগে মেজানী বালা (৪০) ও তার স্বামী বিনোদ সিংহ (৪৫)। গত বুধবার পারুয়া গ্রামে আইনুল হক ও দবির উদ্দীনের মধ্যে উঠানের রাস্তা দখলকে কেন্দ্র করে সংর্ঘষ হয় এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন, রাজিউর রহমান রাজু (২৫), রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ২য় বর্ষে ছাত্র সাইদুর রহমান সাজু (২২), দবির উদ্দীন (৫৫), তসিরুল (৩৫),আসলাম (৩০), মহসিনা (৩২)। দুওসুও ছোট পলাশবাড়ী গ্রামের আব্দুল কাদের (৩৫),মাসুদ (৩৫),জুলফিকার (৩২),মুজাম্মেল (২০)। দুওসুও ফকির বস্তি গ্রামের বাবুল হোসেন (৪৮), দবিরুল ইসলাম (৫২),কমিরুল (২৫),। ধনতলা ভান্ডরদহ বানিয়াপাড়া গ্রামে হাজী দানেশের ছাত্র তরুন বনিক (২৫),উত্তম বনিক (৩০), সাধবী রানী (৪৫), ডবল সিংহ (৪০),ধারা চন্দ্র সিংহ (৪৫),নিরলস চন্দ্র (৪৩), ভানোর গ্রামের মসলিম (৪৮), জমসেদ আলী (৫০)। কাসুয়া পুরাতন বস্তিতে তজিবর রহমান (২৭), এরা সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

Don`t copy text!