ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় সীমান্তবর্তী এলাকায় ৩১ বিজিবির ত্রাণ বিতরণঃ দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ৭, ২০২০ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আল-আমিন,নেত্রকোনা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় খেটে খাওয়া কর্মহীন ভারত বাংলাদেশ সীমান্তের আদিবাসীসহ অন্যান্য জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেছে ৩১ বিজিবি নেত্রকোনা। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাও সীমান্ত ফাঁড়ির সামনে গোল দাগে বসিয়ে সুশৃঙ্খল ভাবে ত্রাণ বিতরণ করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি সদস্যরা দুই শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক ল্যা. কর্নেল সাব্বির আহমেদের নির্দেশনায় ত্রান সহায়তা প্রদান করেন উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন মাকসুদ। এসময় উপস্থিত ছিলেন পাঁচগাও কোম্পানি কনান্ডার সুবেদার শফিকুল ইসলাম, মহেশখলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম, মোহনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মাহতাবউদ্দিনসহ মহেশখলা বিজিবির সদস্যরা। এ পর্যন্ত সীমান্তের পাঁচটি বিওপিতে মোট এক হাজার পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। ভারতের সীমান্ত সুনামগঞ্জের মহেশখলা, মোহনপুর এবং নেত্রকোনার পাঁচগাও সীমান্তের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠী কর্মহীন সময়ে ত্রান পেয়ে আরো কয়েকদিন নিশ্চিন্তে খেতে পারবেন বলে জানান।

Don`t copy text!