সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারনে ও সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে কর্মহীন, ছিন্নমূল নিম্মবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাঁশপাড়া সোস্যাল নেটওয়ার্কিং ফোরাম (BSNF)। গত (৫ মে) মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় বাঁশপাড়া সোস্যাল নেটওয়াকিং ফোরাম’র সভাপতি ফয়সাল আবেদীন ও কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন’র তত্বাবধানে পৌরসভা এলাকায় একশত এগারটি (১১১) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন। খাদ্য সামগ্রী উপহার প্রদানে এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মাহবুব মোর্শেদ মামুন, সমকাল পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি জাকের হায়দার সুমন, বাঁশপাড়া সোস্যাল নেটওয়ার্কিং ফোরাম’র কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, আবদুল্লাহ্ আল মামুন মিনার, টুটুল, শাহীন, প্রান্ত, মুরাদ, অভিজিৎ সহ আরো অনেকে।
বাঁশপাড়া সোস্যাল নেটওয়াকিং ফোরাম’র সদস্যরা দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাসের কারনে নিম্মবিত্ত মধ্যবিত্ত ও কর্মহীনদের মাঝে চাল ৫ কেজি, আলু ৩ কেজি, মিষ্টি কুমড়া ১ টা, মসুরের ডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, লবন ১ কেজি, ছোলা ১ কেজি, বুটের ডাল ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ৫০০ গ্রাম, খেজুর ৪০০ গ্রাম, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, নুডুলস ১ প্যাকেট, সাবান ১ টা, প্যারাসিটামল ৩ পাতা, মাস্ক ১ পিস, মশার কয়েল ১ পিস, ক্যান্ডেল (মোমবাতি বড়) ১ পিস, দিয়াশলাই (ম্যাচ) ৪ বক্স ও সচেতনতামুলক লিফলেটসহ পৌর এলাকার ১১১ টি পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী উপহার স্বরুপ তুলে দেওয়া হয়। তারা (সদস্যরা) আরো জানান, ইনশাআল্লাহ্ আগামী দিন গুলিতেও বাঁশপাড়া সোস্যাল নেটওয়াকিং এর পক্ষ থেকে অসহায় মানুষদের কাছে থেকে সাহায্য সহযোগিতা করে যাবো।