ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

লৌহজং উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মে ৫, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ১ হাজার মণ চাল বিতরণ করা হয়েছে। ২৫ কেজি করে চাল কুমারভোগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৬শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় কুমারভোগের ওয়ারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার নিজ অর্থায়ণে ও কুমারভোগ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হামিদ শিকদারের ভাতিজা মোজাম্মেল হোসেনের সার্বিক সহযোগিতায় কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারগুলোর মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন, কুমারভোগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার,ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস তালুকদার, , জয়নাল মাদবর, সুলতান মোল্লা, কামাল হাওলাদার, সাহেব আলী, জসিম খান, জামাল হাওলাদার, শেখ মনির হোসেনসহ অা’লীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Don`t copy text!