মোঃইব্রাহিম খলিল পন্ডিতঃ
৪ মে (সোমবার) চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা মেহের দক্ষিণ ইউনিয়ন মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশের মহামারি করোনা রোগের আক্রমণ থেকে সাধারণ জনগনের নিরাপত্তার জন্য চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের উদ্যাগে,সামাজিক দূরত্ব বজায় রেখে সামাজিক সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সকাল ০৯ টা থেকে দুপুর ০২ টায় পর্যন্ত ১০০ জন সাধারণ রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ ডাঃতামজিদ হোসেন,মানব উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ও ডাক্তার যাবে বাড়ি সংগঠনের কো-অডিনেটর মোঃদুলাল মজুমদারের সভাপতিতে মাঃমোঃ-মিজান হোসেন’র কোরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃএম এইচ মোহন,ডাঃআবদুল বাসেত,ডাঃপ্রভাশু বিমল দাস সুমন,মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক এমরান হোসেন,হেলাল মজুমদার, লিটন ভূইয়া, মানব উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক রকি চন্দ্র সাহা,ডাঃআফরোজা আক্তার,জয়জিৎত সরকার,মাসুদ রানা,আঃআল মামুন,সহ অত্র এলাকা বিভিন্ন পেশাজীবি শ্রেনীর মানুষ, প্রদান অতিথি তার বক্তব্য বলেন,সমাজে অবহেলিত মানুষের পাশে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সব সময় থাকবে,বিঃঅতিথি এমরান হোসেন বলেন,সেবা দান কারি সকল সংগঠন প্রতি তিনি কতৃক প্রকাশ করেন।উপস্থিত অতিথি মুক্তিযোদ্ধা,সাধারন জনগন তাদের বক্তব্য বলেন,দেশের মানুষের এই ক্রান্তিলগ্নে চাদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জনপ্রিয় শ্রেষ্ট সামাজিক সংগঠন, মানব উন্নয়ন ফাউন্ডেশনের যে ভূমিকা রেখেছে তা সেবা গ্রহনকারি জনগোষ্ঠী কখন তাদের ঋন পরিশোধের অযোর্গ্য। পরিশেষে সকলে মানব উন্নয়ন ফাউন্ডেশনের সাফল্যে কামনা করে, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।