সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

আর্থিক প্রণোদনা চেয়ে ঠাকুরগাঁও জেলা প্রাইভেট স্কুল টিচার্স এসোসিয়েশন এর স্মারকলিপি প্রদান – দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩২৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

কোভিড/১৯ ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয় বন্ধ থাকায় প্রাইভেট স্কুল শিক্ষকরা যে অমানবিক জীবনযাপন করছে তার নিরিখে মানববন্ধন ও সরকারি উদ্যোগে প্রণোদনার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঠাকুরগাঁও প্রাইভেট স্কুল টিচার্স এসোসিয়েশন।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে না পেরে ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি ও ঠাকুরগাঁয়ে অবস্থিত ওয়ার্ল্ডপ্লাস রেসিডেন্সিয়াল স্কুলের সহকারি শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম বলেন যে,প্রাইভেট স্কুল প্রতিষ্ঠানগুলোর আয়ের প্রধান উৎস হচ্ছে ছাত্র বেতন।ফলে স্কুল বন্ধ থাকার দরুন স্কুল কর্তৃপক্ষ বেতন সংগ্রহ করতে পারছে না,যার কারণে কর্তৃপক্ষের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা শিক্ষকের বেতন পরিশোধ করতে পারছেন না। আমরা নিম্নবিত্ত সাধারণ মানুষের মতো কারো কাছে হাত পাততে পারছিনা।মান-সম্মান ও চক্ষু লজ্জার কথা বিবেচনা করে আমরা লাইনে দাঁড়িয়েও সরকারি ত্রাণ সংগ্রহ করতে পারছিনা।যার ফলে আজ ঠাকুরগাঁও জেলার প্রায় ৫৫ টি স্কুলে কর্মরত প্রায় ১৫০০ শিক্ষক স্ত্রী সন্তান পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি।লকডাউন সফল করার জন্য সরকারি উদ্যোগে ছোট-বড় সব প্রতিষ্ঠানকে সরকারি প্রণোদনা প্যাকেজ প্রদান, কৃষকদের জন্য কৃষি প্রণোদনা প্যাকেজ,নিম্নবিত্ত প্রান্তিক মানুষের জন্য ঘরে ঘরে সরকারি উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে যা অত্যন্ত প্রশংসার দাবিদার।সরকারি, আধা – সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মাস গেলেই বেতন পাচ্ছে কিন্তু মানুষ গড়ার কারিগর এসব প্রাইভেট প্রতিষ্ঠান এর শিক্ষকরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা যারা প্রাইভেট স্কুল প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি তাদের ব্যাপারে এখন পর্যন্ত সরকারি কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোন উপায়ন্তর থাকবেনা।
তাই লকডাউনকে সফল করার জন্য এবং অদৃশ্য ভাইরাস কোভিড১৯ পরাস্ত করার লক্ষ্যে একটি শান্ত, শৃঙ্খলিত পৃথিবী ফিরে পাওয়ার আশায় “প্রাইভেট স্কুল টিচার্স এসোসিয়েশন” ঠাকুরগাঁও এর পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি যে, বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে প্রাইভেট স্কুল শিক্ষকদের তালিকা ভূক্তি করে শিক্ষকদের রেশন ব্যবস্থা চালু ও আর্থিক প্রণোদনা প্রদান করুন। এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কুলসুম বেগম জানান যে, আমি ছোট বাচ্চা নিয়ে থাকি মাসে ১০,০০০ টাকা বেতন পেতাম যা দিয়ে ভালো ভাবেই সংসার চলতো। বেতন না পাওয়ায় আমার সন্তানকে ভালোমতো খাওয়াতে পারছি না । যা আছে আর কিছুদিন পর তাও শেষ হয়ে যাবে এই মুহূর্তে সরকারি সহযোগিতা অতীব জরুরী।
সংগঠনের সদস্যরা দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সাথে দেখা করতে না পেরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন এর হাতে স্মারকলিপি প্রদান করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!