সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ করোনা ভাইরাসের থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে গোটা বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। বাংলাদেশের ৬১ তম জেলা হিসাবে গত ২৮-০৪-২০২০ ইং তারিখে নাটোর জেলায় করোনা রোগী সনাক্ত হয়। প্রাণঘাতি এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলাকে লকডাউন ঘোষনা করেন নাটোর জেলা প্রশাসক। গত ২৮-০৪-২০২০ ইং তারিখে প্রথমবারের মতো নাটোরের সিংড়া উপজেলায় ৫ জন,গুরুদাসপুর উপজেলায় ২ জন এবং নাটোর সদর উপজেলায় ১ জন করে মোট ৮ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। ২৯-০৪-২০২০ ইং তারিখে আক্রান্তদের অঞ্চল লকডাউন করা হয়। এমতাবস্থায় নাটোর জেলা থেকে কেউ যাতে বাহিরে না যেতে পারে এবং অন্য জেলা থেকে কেউ যাতে নাটোর জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য আজ ৩০-০৪-২০২০ইং রোজ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলাকে লকডাউন ঘোষনা করা হয়।