নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ “এতদিন হুনছি এমপি খুউব ভালা মানুষ, এজন্যই গতবার নৌকায় ভোট দিছিলাম ” এ কথাগুলো বলেছেন রিক্সচালক মোহাম্মদ আলীর স্ত্রী।। রিক্সা চালকের ফোন পেয়ে হঠাৎ তার বাড়িতে উপস্থিত হলেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন । কাউকে না জানিয়ে নিজে গাড়ি চালিয়ে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া উত্তরপাড়া গ্রামের রিক্সচালক মোহাম্মদ আলীর বাড়িতে। এমন ভাঙ্গা ঘরেই চারসন্তান সহ বাস করেন তিনি।রিক্সাচালক মোহাম্মদ আলীর রিক্সাটিও গত বৃহস্পতিবার ভাঙ্গা ঘর থেকে চুরি হয়ে যায়। উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটি চুরি হওয়ায় দিশেহারা ছিলেন মোহাম্মদ আলী । চারসন্তান সহ খাবারের কস্টে নিরুপায় হয়ে তিনি গত সোমবারে ফোন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নিকট। ব্যস্ততার জন্য ফোন রিসিভ করতে না পারলে ও কিছুক্ষন পর ঐ নাম্বারে ফোন করেন মাননীয় এমপি মহোদয় নিজের পরিচয় গোপন রেখে বিস্তারিত শুনেন রিক্সাচালকের কাছ থেকে। তারপর আজ কাউকে না জানিয়ে তার বাড়িতে হাজির হন সংসদ সদস্য। যদিও মোহাম্মদ আলী বাড়িতে ছিলেন না, তিনি রিক্সার খোঁজে বের হয়েছেন। বাড়িতে গিয়ে ভাঙ্গা ঘর দেখে সংসদ সদস্য ঘরটি পাকাকরনের ব্যবস্থা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।। বাড়ির পাশে ভাঙ্গা সাইকেল পরে থাকতে দেখে রিক্সাচালকের স্ত্রীর কাছে জানতে চান সাইকেলটি অচল কেন? রিক্সাচালকের স্ত্রী জানান, ছেলে মেয়েরা স্কুলে যেত সাইকেল দিয়ে, টাকার অভাবে মেরামত করতে পারছেন না অচল সাইকেলটি। মাননীয় এমপি সাইকেল মেরামতের জন্য নগদ এক হাজার টাকা দিলেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন রিক্সাচালকের স্ত্রীর কাছে।। রিক্সাচালকের অবস্থার পরিবর্তন হবে নিশ্চই এবার।।। এ সময় খবর পেয়ে নান্দাইল উপজেলা যুবলীগের সেক্রেটারী মোজাম্মেল হক বাচ্চু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম মামুন উপস্থিত হন। এবং রিয়েজুল ইসলাম রিয়েল ও সোহাগ আকন্দ সহযোগিতার জন্য সঙ্গে ছিলেন।