সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলাধীন মহামায়া ইউনিয়নে বাথরুমের জায়গা নিয়ে কেন্দ্র করে মারামারির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮ টায় উক্ত ইউনিয়নে পূর্ব দেবপুর মাষ্টার বাড়িতে। এই ব্যাপারে মোঃ মহিউদ্দিন বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে সহ অজ্ঞাত নামা ৫/৬ নামে আসামী করে ছাগলনাইয়া থানায় এজাহার দাখিল করেন। জানাগেছে একই বাড়ির বাসিন্দা পুর্ব শত্রুতার জের ধরে আসামী মোঃ মহসিন (৩২), মোঃ ছানাউল্যাহ্ (৫৫), বাহার আহম্মদ (৭০), মোঃ সাপু (৪৫), শহীদ উদ্দিন সুমন (৪২), কামাল উদ্দিন (৫০), বুড়ু মিয়া (৬০), মোঃ রাসেল (২৫), মোঃ মিলন (৩০), শামিনা (৩০), মোঃ পারভেজ (২২) বাথরুমের জায়গাকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পিত ভাবে মোঃ মহসিন এর নেতৃত্বে উপরিউল্লেখিত আসামীদ্বয়গন সংঘটিত হয়ে ধামা, কিরিচ, লোহার রড় নিয়ে বাদী মোঃ মহিউদ্দিন এর বসত ঘরে অনৈতিক ভাবে প্রবেশ করিয়া এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে এবং মহিলাদের কাপড় টেনে শ্লীলতাহানি করে পাশাপাশি ঘরের আসবাব পত্র ভাংচুর করে নগদ প্রায় তিন লক্ষ টাকা, ১ টা স্যাম্পনি মোবাইল, ১ ভরি ওজনের স্বর্নের চেইন সহ অন্যন্য জিনিস পত্র নিয়ে যায়। বাদী মোঃ মহিউদ্দিন জানান, আসামীরা এলোপাতাড়ি কুপিয়ে মোঃ জসিম উদ্দিন (৫০), মোঃ আসিফ (২২), শাহেনা আক্তার (৪০), তানিয়া (২৪), আবু তাহের স্বপন (৪৫), মোঃ মহিউদ্দিন (৪৫), মোঃ সাহাবউদ্দিন (৬৫), মোঃ মোমিন (৬৭), ডেইজি আক্তার (২০), সোহেল (৩০), সকলকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানিয়দের সহায়তা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর জখম হওয়ায় মোঃ জসিম উদ্দিন ও শাহেনা আক্তারের অবস্থার অবনতি ঘটলে ফেনী সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকীদের চিকিৎসা চলছে বলে জানা যায়। বাদী মোঃ মহিউদ্দিন আরো জানান, আসামীগন প্রকাশ্য বাড়ি থেকে উচ্ছেদ সহ প্রান নাশের হুমকি প্রদান করে, এমতাবস্থায় আমাদের পরিবারের সকল সদস্যরা জীবনের নিরাপত্তা নিয়ে দিনযাপন করতেছি। আমি (বাদী) থানা প্রসাশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করে আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।